বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের গণসংযোগ 

বরিশাল ব্যুরো  

বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের গণসংযোগ 

বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস শনিবার (২৭ মে) সকালে নগরীর বটতলা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। 

অপরদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম গণসংযোগ করেন নগরীর বাংলাবাজার এলাকায়। এছাড়াও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপম  নগরীর ৩০নং ওয়ার্ড সোলনা বাজার থেকে কাশিপুর চৌমাথা বাজার পর্যন্ত কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন। 

এসময় তারা শংঙ্কা প্রকাশ করেন আগমী ১২ জুনের নির্বাচন নিয়ে। তবে ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তবে তারা ভোট যুদ্ধে বিজয়ই হবেন বলে আশা প্রকাশ করেন। সেই সাথে তার উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দেন ভোটারদের। 

এদিকে সকাল সাড়ে ১১ টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতকে বিজয়ই করতে ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ মুন্নার নেতৃত্বে নগরীতে একটি নির্বাচনী প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোড গিয়ে শেষ হয়।

টিএইচ